প্রকাশিত: Sun, Dec 10, 2023 7:54 PM
আপডেট: Tue, Jan 27, 2026 10:08 AM

[১]উড়াল সেতুতে দুর্ঘটনার কবলে চসিক মেয়রের গাড়ি, ২ পুলিশ সদস্য আহত

এম আর আমিন, চট্টগ্রাম: [২]   রোববার  বেলা পৌনে ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিএন্ডবি কলোনি অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।

[৩] আহত পুলিশ সদস্য আবদুল কাদের জানান, মেয়র বাসা থেকে ফ্লাইওভার হয়ে সিটি করপোরেশন অফিসে যাচ্ছিলেন। সেসময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি অটোরিকশা হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। 

[৪] এসময় মেয়রের গাড়ির সামনে থাকা পুলিশ প্রটোকল ভ্যানে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়ে যায়।

[৫] এরপর মেয়র  বেলা ১টার দিকে তাকে বহনকারী সাদা গাড়িটি থেকে নেমে অন্য গাড়িতে করে নগর ভবনে যান। কিছুক্ষণ পর গাড়িটি ফ্লাইওভার থেকে সরিয়ে নেয়া হয়। এতে পুলিশের ভ্যানটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান